মেঘকন্যা চন্দ্রাবতীর নির্জনতার আলাপন!

About Me

আমি ফারদিনা আফরিন প্রিয়াম পড়াশোনা করেছি যন্ত্রপ্রকৌশল নিয়ে। বই পড়তে ও সংগ্রহ করতে, যখন তখন চা খেতে আর নানা রঙের আকাশ দেখে একা সময় কাটাতে খুব ভাল লাগে। আবার প্রিয় কাছের মানুষগুলোর সাথে কিংবা একা হেটে বেড়ানোও খুব পছন্দ। জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা ‘মেঘকন্যা চন্দ্রাবতী’ নাম দিয়ে গল্পের মত ডাইরীতে লিখে রাখতে চেষ্টা করতাম। সেখান থেকে লেখার প্রতি তীব্র ভাল লাগা কাজ করে যদিও সাহিত্যের জ্ঞান খুবই সীমিত আমার। এইতো আমি কিছুটা খামখেয়ালী, ধরাবাঁধা নিয়মে বাঁধা পড়তে পছন্দ করিনা। কাছের মানুষদের মতে আমি নাকি ভীষণ অভিমানী। জীবনে অসংখ্যবার বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছি। হুমায়ূন আহমেদ এর দুই দুয়ারী কিংবা নক্ষত্রের রাত এর রহস্যময়ী চরিত্রগুলোর মত প্রায়ই ইচ্ছা করে একা কোথাও চলে যাই, যেখানে সম্পূর্ণ একা থাকব আমি। হিমুর মত বোহেমিয়ান হতে খুব ইচ্ছে করে। সমাজ সংসার এর গোলকধাঁধা থেকে একা থাকা কিংবা ঘুরে বেড়ানো আমাকে অনেক বেশী টানে। জাগতিক টেনশন গুলো বাদ দিতে পারলে সম্পূর্ণ একা থাকার মত আনন্দ হয়ত আর কিছুতেই হয়না। একা থাকার অবসরে হয়ত ভাই বোন বা প্রিয় বন্ধুর সাথে এক দুবার লিখে জানানো যেতে পারে ভাল আছি, কিন্তু এই পিছুটান ও কাটাতে ইচ্ছে করে প্রায়ই। একা থাকা কিংবা পালিয়ে যাবার ইচ্ছে হয়ত একদিনে বা কারন ছাড়া তৈরি হয়না। জীবনে চলতে ফিরতে সত্যি বুঝতে বুঝতে একটা উপলব্ধি হয়েছে যত মায়ার বাঁধন এ জড়িয়ে যাওয়া হয়, তত বেশীই আকাঙ্ক্ষা কিংবা অধিকারবোধ তৈরি হয়। অথচ দেখা যায়, যখন যাকে যেমন করে আশা করছি উল্টো হয়ে গেছে বারবার। আশেপাশের কারো প্রতি অভিযোগ নেই। কিন্তু যখন দেখি সব মায়া কাটিয়ে নিজের সাথে নিজের মত কাটাতে পারলে হয়ত সেখানে, জাজমেন্ট থাকেনা, দায়িত্বের বেড়াজাল থাকেনা, কাউকে কিছু জবাবদিহিতার প্রয়োজন হয়না। কিন্তু মানুষ হয়ে জন্মানোর অসংখ্য জ্বালার মাঝে এক বিশাল যন্ত্রণা হল মানুষ মায়া কাটাতে পারেনা। এই মায়ার টানেই পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় চেনা পরিবারে, চেনা গণ্ডিতে। আর এটাই হয়ত জীবন। ----------------- মেঘকন্যা চন্দ্রাবতী

0

প্রকাশিত মোট লেখা

0

ক্যাটাগরি – গল্প, কবিতা ও নানাবিধ

0

‘প্রতিলিপি’ অ্যাপ এ পাঠকসংখ্যা

Quotes

কল্পনায় ভাসি অবিরত ইচ্ছে করে ছড়িয়ে দেই কিছু সুখ অথবা কিছু দুঃখ সাদা কাগজে।

যত্নহীন অনুভূতি ভালবাসা নয়

কেউ কি জানে কতটা আলো জ্বালালে সে জোনাকি হতে পারবে! কিংবা কতটা আলো জ্বালিয়ে সে জোনাক সঙ্গী পাবে খুঁজে!

বিকেলের আলোয় ঘোর থেকে যাক, ভুল বা ভালবাসা যাই হোক বৃষ্টি-বিকেল এর মায়া বেঁচে থাক।

তবু স্রোতের টানে সব হারিয়ে বেঁচে থাকে শুধু ভালবাসাটা বালুচরের মত।



আলোর ভোর খুঁজতে গিয়ে অনেক মেঘের ফাকে খুঁজে পেলাম তোমায় আমি অভিমানী বাঁকে!

যা কিছু তোমার জন্য আমার তা থেকে গেল আমার ব্যক্তিগত হয়ে; থাকলনা কিছু আমাদের ব্যক্তিগত হয়ে।

কতটা পথ পেরিয়ে এলে পেছন ফিরে দেখা যায় কেউ দাড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে! কতটা পথ, বল তো? বলতে পারবে?

আকাশ দাড়িয়ে ঠায় শুধু একা; কিন্তু কারও একান্ত সে নয়।



My Story

নির্জনতায় নিজেকে খুঁজতে চেষ্টা করি ঠিক, কিন্তু প্রিয় মানুষের সঙ্গ খুব ভালবাসি। যেনতেন ভালবাসা না; আমি ভালবাসি নেশাগ্রস্তের মত। আমার কষ্ট পাবার অনুভূতি যেমন তীব্র! তেমনি উথালপাতাল ভালবাসাতেও আমি সিদ্ধহস্ত। আমি মেঘকন্যা চন্দ্রাবতী, এই আমার নির্জনতার নিজস্ব আলাপন।

ডলি অথবা নীল হাতির গল্প

প্রেম

বৃষ্টিভেজা-পূর্ণিমা

প্রেম

উড়োজাহাজ

প্রেম

তনয়া

সামাজিক নারীবিষয়ক

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল

প্রেম / ছোটগল্প

রিকশা ভ্রমণ

প্রেম/রোমান্স

দুই কাপ চা

প্রেম/বিরহ

অভিমান নাকি অভিযোগ?

বিরহ

নির্জনতার আলাপন

তথ্যভিত্তিক

My Poem

মানুষ নির্জনে নিজের সাথে এমন কিছু কথা বলে, যা হয়ত মনের মধ্যে থোকা থোকা মেঘের মতে জমে থাকে। সেই জমানো মেঘগুলো ছড়িয়ে দিতে চায় মেঘকন্যা চন্দ্রাবতী তার নির্জনতার আলাপন এ।

চুম্বকের মতন

আমি তার কথা একটু যদি কম ভাবি;
সে ও আমায় ভুলে যায় প্রায়!
আমি হারাতে চাইলেও বাঁধনে জড়ায় না খুব।
খুঁজে না আমায় তেমন করে।
তবু সে থেকে যায় আমার কল্পনায় আনমনে
হারাতে চাই,দুরে যেতে চাই,কিন্তু পারিনা!
সে আমায় টানে, প্রবল আবেগে
সে আমায় টানে চুম্বকের মতন।

কাগজের নৌকা

দুপুরগুলো উদাস থাক
মৃদুমন্দ হাওয়ার গানে
একটু না হয় মনপাখি ডানা ঝাপটাক।
আমি তবু অভিমান জমাব।
টুকরো করে মনের ভেতর সাজাব তোমায়;
স্বপ্নে, নয়ত কল্পনায়।
আবার হয়ত কাগজের নৌকা ভাসিয়ে
নিজেই ডুবিয়ে চোখের শ্রাবণ এ ভাবব;
কেন নিজেই বানাই নিজেই ডুবাই!
কাগজের নৌকা যদি স্বপ্ন দেখার শামিল হয়
একে ভাসানো হল স্বপ্ন বাচিয়ে রাখা
আর ডুবানো হল স্বপ্ন টাকে মুছে দেয়া
অনেক তো হল ডুব দেয়া
কাগজের নৌকা এবার তুমি একটু ভাস আমার জন্য!

অসমাপ্ত আবেগ

আমার রাত্রিদিন
তুমিহীন শূণ্যতায় কাটে রোজ,
ভোরবেলা নরম আলোয়
মন টুকু হয় নিখোঁজ।
আমার নিস্তব্ধতা বুকের ভেতর
কথার পাহাড় জমায়,
কেউ জানেনা হাসিমুখেই
কেউ চলে যায় কোমায়।

ভেজা দুজনে

মনে আছে? সেদিনও এমন বৃষ্টি ছিল!
তোমার আমার তাড়া ছিল,
দৌড়ে চলেছিলাম পথ ধরে,
বৃষ্টি যে হাটতে হাটতে উপভোগ করা যায়; খেয়াল ছিল না কারোই।
আজও একই বৃষ্টি ঝরে, একই ভাবে দিন ছুটে চলে।
শুধু হেটে যাওয়ার পথটা গেছে আলাদা হয়ে।
দুজনেই চুপচুপে ভিজে যাই, কিন্তু একসাথে নয়!
একই বৃষ্টির ভিন্ন ফোঁটায়;
ভেজা ফুলগুলোর মত, ভেজা ঘাসগুলোর মত,
ভিজি দুজন... শুধু একসাথে নয়;সম্পূর্ণ আলাদা হয়ে।

About

Working as a Moderator of the Facebook Group – Lose Weight And Be Healthy (Only for girls)

Quotes

কল্পনায় ভাসি অবিরত ইচ্ছে করে ছড়িয়ে দেই কিছু সুখ অথবা কিছু দুঃখ সাদা কাগজে।

Quotes

যত্নহীন_অনুভূতি_ভালবাসা_নয়

Quotes

কেউ কি জানে কতটা আলো জ্বালালে সে জোনাকি হতে পারবে! কিংবা কতটা আলো জ্বালিয়ে সে জোনাক সঙ্গী পাবে খুঁজে!